- রাজধানী
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দিদের মুক্তি দাবি
ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ
ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দিদের মুক্তি দাবি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এ আইনের মামলায় কারাবন্দি গোপালগঞ্জ কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ঈসমাইল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কোবরাসহ সবার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল শাহবাগ গিয়ে শেষ হয়।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে সমাবেশে সহসভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, নাজমুল হাসান, বিজ্ঞান সম্পাদক আখতারুজ্জামান, ঢাবি সভাপতি আসিফ মাহমুদ ও সাধারণ সম্পাদক আহনাফ খান সাঈদ বক্তব্য দেন।
আরিফুল ইসলাম আদীব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। আটকদের মুক্তি ও ক্ষতিপূরণ দিতে হবে।
মন্তব্য করুন