- রাজধানী
- কেউ দেশের ক্ষতি করলে তার বিরুদ্ধে কঠোর হবো: সেনাপ্রধান
কেউ দেশের ক্ষতি করলে তার বিরুদ্ধে কঠোর হবো: সেনাপ্রধান

রোববার দুপুরে বান্দরবান সেনা রিজিয়ন পরিদর্শনে এসব কথা বলেন তিনি।
পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান চালাচ্ছি। এ অভিযান প্রায় শেষ করে এনেছি। আশা করছি, সঠিকভাবে শেষ করতে পারব। এরপর বেসামরিক প্রশাসন, পুলিশ, বিজিবি তাদের দায়িত্ব পালন করবে।’
তিনি বলেন, ‘সন্ত্রাসীদের তৎপরতায় আমরা কয়েকজন সেনাসদস্য হারিয়েছি। যে সাহসিকতা নিয়ে অফিসার ও সৈনিকরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তাতে আমি আশাবাদী। যে লক্ষ্য নিয়ে আমরা এ অভিযান চালাচ্ছি, তা বাস্তবায়ন করতে পারব।’
আরেক প্রশ্নের জবাবে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘কেএনএফ আত্মসমপর্ণ কিংবা আলোচনায় বসতে চাইলে স্বাগত জানাব। শান্তিতে যা সমাধান হবে, সেটি সহিংসতায় কেন যাব?’
এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, বিজিবি মহাপরিচালক, ১০ পদাতিক ডিভিশন, কক্সবাজার এরিয়া কমান্ডার, সেনাসদর ও ২৪ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার বান্দরবান রিজিয়ন পরিদর্শনে যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরিদর্শন শেষে আজ ঢাকায় ফিরে আসেন। তাঁর এ সফর পার্বত্য চট্টগ্রামের সব স্তরের সেনাসদস্যদের মনোবল সুদৃঢ় এবং নতুন উদ্যমে দায়িত্ব পালনের অনুপ্রেরণা জোগাবে।
মন্তব্য করুন