পরিবেশ বিধ্বংসী প্লাস্টিক পণ্যের বেআইনি উৎপাদন, বাজারজাতকরণ এবং ব্যবহার কমাতে ব্যাপক জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটি। 

সোমবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটি আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধনে আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, পরিবেশকে সুন্দর রাখতে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। প্লাস্টিক ও পলিথিন বন্ধে সুস্পষ্ট আইন এবং হাইকোর্টের নির্দেশনা থাকলেও পুরোপুরি এর ব্যবহার আমরা রোধ করতে পারছি না। এজন্য প্রয়োজন ব্যাপক সচেতনতা।পরিবেশের উন্নয়নে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করলেও ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে অনেকেই পরিবেশ দূষণের জন্য দায়ী। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করার জন্য আমাদের প্রত্যেককেই একযোগে কাজ করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হেমায়েত উদ্দিন, অ্যাডভোকেট মিজানুর রহমান রুবেল, সফিউল আযম, উৎপল সাহা, আতিকুর রহমান, ব্যারিস্টার গোলাম শাহরিয়া প্রমুখ।