- রাজধানী
- বগুড়ার দুই থানার ওসি পদে রদবদল
বগুড়ার দুই থানার ওসি পদে রদবদল

বগুড়া জেলার শিবগঞ্জ ও কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল হয়েছে। সোমবার বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এক আদেশে এই রদবদল করেন।
ওই আদেশে শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম ও কাহালু থানার ওসি আব্দুল্লাহ আল মামুনকে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়াও বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফকে শিবগঞ্জ থানার ওসি ও বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মাহামুদ হাসানকে কাহালু থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার। তিনি জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে এই রদবদল হয়েছে।
/এইচকে/
মন্তব্য করুন