- রাজধানী
- উর্বশী হচ্ছেন আশির দশকের নায়িকা পারভিন ববি
উর্বশী হচ্ছেন আশির দশকের নায়িকা পারভিন ববি

নন্দিত বলিউড অভিনেত্রী পারভিন ববির জীবন অধ্যায় এবার উঠে আসতে যাচ্ছে সিনেমার পর্দায়। সত্তর ও আশির দশকের হিন্দি ছবির পর্দা কাঁপানো এই অভিনেত্রীর গল্প পর্দায় তুলে ধরতে যাচ্ছেন পরিচালক ওয়াসিম খান।
যেখানে ববির চরিত্রে দেখা যাবে এ সময়ের আলোচিত বলিউড তারকা উর্বশী রাওতেলাকে। হিন্দিতে পারভিন ববির জীবনী লিখেছেন ধীরাজ মিশ্র। পারভিন ববির ভূমিকায় অভিনয় নিয়ে সম্প্রতি ঊর্বশী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে লিখেছেন, ‘পারভিন ববি... বলিউড ব্যর্থ হলেও আপনাকে আমি গর্বিত করব।’
১৯৭২ সালে গুজরাটের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হওয়ার পর মডেলিং দুনিয়ায় পা রেখেছিলেন পারভিন। এর এক বছর পর ১৯৭৩ সালে বলিউড অভিনেত্রী হিসেবে অভিষেক হয় ভিন্ন ধারার সিনেমা পরিচালক বি আর ইশারার বিতর্কিত সামাজিক ছবি ‘চরিত্রে’ অভিনয়ের মধ্য দিয়ে।
সেই শুরু, এরপর আর থেমে থাকার অবকাশ হয়নি। তবে অভিনয়ে সাফল্য পেলেও ব্যক্তিজীবনে তরী ছিল টালমাটাল। প্রেমে পড়া, প্রত্যাখ্যাত হওয়া, মানসিক রোগে আক্রান্ত হওয়া থেকে শুরু করে একাকী জীবন বেছে নেওয়া এবং আকস্মিক মৃত্যু– সব মিলিয়ে তাঁর জীবন ছিল বর্ণময়, বিচিত্র, ট্র্যাজিক ও ঘটনাবহুল। সে সবকিছুই ববির বায়োপিকে তুলে ধরা হবে বলে নির্মাতা ওয়াসিম খান জানিয়েছেন।
মন্তব্য করুন