
প্রতিযোগিতায় সেরা তিন দল। ছবি: সমকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং ক্লাবের উদ্যোগে জাতীয় পর্যায়ে ব্যবসায়িক কেস কম্পিটিশন ‘সেন্টার ফ্রেশ প্রেজেন্টেস প্লেমেকার্স সিজন-৫’ এর সমাপ্তি হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হাবিবুল্লাহ কনফারেন্স হলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক সমকাল ও দ্য বিজিনেস স্ট্যান্ডার্ড।
চূড়ান্ত প্রতিযোগিতা উদ্বোধন করেন ঢাবির মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এসিআই সিও-আরও বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি মার্কেটিং ম্যানেজার আবু জায়েদ। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের দেড়শ এর অধিক দল রেজিস্ট্রেশন করে। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় ‘আরটিক উলভস দল’। দলটিতে প্রতিনিধিত্ব করেন রাফিউ তাজওয়ার, মো. ওয়াসিফ ইসলাম সাদ ও মো. সাদাত হোসেন। তারা নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হন যথাক্রমে ‘টিম প্রেডেস্টাইন্ড’ ও ‘টিম এল পেন্সাডোর্স’। প্রতিযোগিতায় মার্কেটিংয়ের ওপর বিভিন্ন কেস প্রতিযোগীদের সমাধান করতে হয় এবং প্রতিযোগিতার অংশ হিসেবে বিজ্ঞাপনও তৈরি করেন।
সেন্টার ফ্রেশ বিজয়ীদের ৬০ হাজার টাকা পুরস্কার প্রদান করে। ই-লার্নিং পোর্টাল বহুব্রীহির পক্ষ থেকে বিজয়ীদের জন্য এক থেকে তিন হাজার টাকার বিশেষ ছাড় এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে বহুব্রীহির সব কোর্সে ৩০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের পরিচালক ও প্রতিযোগিতার সমন্বয়ক শকুন্তলা পাল, পূজা পারমিতা, শুভ্রা দেব বর্মণ প্রমুখ।
মন্তব্য করুন