- রাজধানী
- আড়াই ঘণ্টায়ও নেভেনি ওয়ারীর গ্যাস লাইনের আগুন
আড়াই ঘণ্টায়ও নেভেনি ওয়ারীর গ্যাস লাইনের আগুন
-samakal-647fa8ba6ef29.jpg)
ওয়ারী পুরনো থানা সংলগ্ন এলাকায় মঙ্গলবার দিনগত রাতে আগুন লাগে।
রাজধানীর ওয়ারী পুরনো থানার পাশের সড়কে গ্যাস লাইনে আগুন ধরেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় নিয়োজিত রয়েছে।
মঙ্গলবার দিনগত রাত ২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। তৎক্ষণাৎ সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হন। পরে তিতাস গ্যাসের দুটি টিম ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে যুক্ত হয়।
ভোর ৫টায়ও নিয়ন্ত্রণে আসেনি গ্যাস লাইনের এই আগুন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত ডিউটি অফিসার এরশাদ হোসেন এসব তথ্য জানান।
ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার স্টেশনের তিনটি, সূত্রাপর স্টেশনের দুটি ও সদরঘাট স্টেশনের একটি মিলিয়ে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা যায়।
মন্তব্য করুন