রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়ি স্টাফ কোয়ার্টাস এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাইভেটকার থেকে দেলোয়ার হোসেন মোল্লা (৫৩) ও মৌসুমী আক্তার রানী (৪১) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, প্রাইভেটকারে পাওয়া ব্যাগে নেশাজাতীয় ওষুধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তারা প্রাইভেটকারে ভেতরে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়। এটি আত্মহত্যা বা খুনের কোনো ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে।