- রাজধানী
- জেলা পরিষদের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
জেলা পরিষদের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

যশোর জেলা পরিষদের নওয়াপাড়া নূরবাগ এলাকায় ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়- সমকাল
নওয়াপাড়ায় জেলা পরিষদের জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে জেলা পরিষদের নওয়াপাড়া নূরবাগ এলাকায় ১৭টি আধাপাকা ও টিনশেড ঘর উচ্ছেদ করা হয়।
জেলা পরিষদ সূত্র জানায়, ২০০২ ও ২০০৩ সালে কয়েকজন ব্যবসায়ী জেলা পরিষদ থেকে এক বছরের জন্য বন্দোবস্ত নিয়ে স্থাপনা তৈরি করেন। পরে ২০১৭ সাল পর্যন্ত বন্দোবস্তের মেয়াদ নবায়ন করেন। এক সময় ওই স্থানে তিনতলা মার্কেট তৈরির সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। এরপর বন্দোবস্ত বাতিল করে স্থাপনা উচ্ছেদের জন্য ব্যবসায়ীদের চিঠি দেওয়া হয়। কিন্তু তাঁরা স্থাপনা না সরিয়ে আদালতের শরণাপন্ন হন। নিম্ন আদালতের রায় ব্যবসায়ীদের বিপক্ষে গেলে উচ্চ আদালতে আপিল করেন তাঁরা। সর্বশেষ হাইকোর্টে রিট পিটিশন করলেও তাঁরা হেরে যান।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান সরদার বলেন, উদ্ধার হওয়া জমিতে স্থাপনা নির্মাণ করে ভাড়া দেবে জেলা পরিষদ।
উচ্ছেদ অভিযান চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
মন্তব্য করুন