- রাজধানী
- সিলেট সিটি নির্বাচন: গরমে ছন্দপতন ভোটের প্রচারে
সিলেট সিটি নির্বাচন: গরমে ছন্দপতন ভোটের প্রচারে

বৃষ্টিহীনতা আর রোদের তীব্রতায় দেশের অন্য এলাকার মতো সিলেট নগরীও পুড়ছে। তবুও সিটি নির্বাচন সামনে রেখে সেখানে চলছে ব্যাপক প্রচারণা। তবে বুধবার কিছুটা ছন্দপতন দেখা গেছে। বিভিন্ন কর্মসূচি সীমিত করার পাশাপাশি এ দিন নগরীতে মাইকিংও কম দেখা যায়।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বুধবার সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের পরিবারপ্রতি ২৫ হাজার টাকা সহায়তা দেন। পরে তিনি নগরীর বন্দরবাজার এলাকার করিম উল্লাহ মার্কেট, কুশিঘাট, কাজিরবাজারসহ কয়েকটি স্থানে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নগর সহসভাপতি বিজিত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
নৌকার এ মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে বুধবার যুক্তরাজ্য থেকে ফেরেন সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল ওয়াহিদ দুলালসহ কয়েকজন।
এ ছাড়া জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল নগরীর রিকাবিবাজার, শাহরান গেট, কাজিটুলা এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন। ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শাহপরান মাজার, মেজরটিলা ও বালুচর এলাকায় গণসংযোগ করেন।
/এসআর/
মন্তব্য করুন