- রাজধানী
- স্মিথ-হেডের ব্যাটে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া
স্মিথ-হেডের ব্যাটে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

৭৬ রানের মধ্যে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। আগ্রাসী ব্যাটিংয়ে এরই মধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন হেড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া জমা করেছে ২৯২ রান। ২০৩ বলে ৮১ রানে ব্যাট করছেন স্মিথ। ১৩৮ বলে ১২৫ রানে ব্যাট করছেন হেড। এর আগে তিনি ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিটি সাজান ১০৬ বলের মোকাবিলায় ১৪টি চার ও ১টি ছয় মেরে।
কেনিংটন ওভালের সবুজ উইকেট দেখে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। শুরুতেই অজি শিবিরে আঘাত হানেন ভারতের সিরাজ। ইনিংসের চতুর্থ ওভারে উসমান খাজাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন সিরাজ। লাঞ্চের দুই ওভার আগে ওয়ার্নারকে ফেরান শার্দুল। ৬০ বলে ৪৩ রান করে শ্রীখর ভরতের হাতে ক্যাচ দেন অজি ওপেনার।
লাঞ্চের পর ৪ রানের ব্যবধানে লাবুশানেকে বোল্ড করেন শামি। অজি এই ব্যাটার ফেরেন ৬২ বলে ২৬ রান করে। সেখান থেকে নতুন করে ইনিংস গড়ে তোলেন স্মিথ ও হেড।
মন্তব্য করুন