আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার আটটি পশুর হাটের ইজারা বেশ কম টাকায়ই পেয়েছিলেন ক্ষমতাসীন দলের নেতারা। সমকালে এ খবর প্রকাশের পর কর্তৃপক্ষ ৬টির ইজারা বাতিল করে দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করে। এর মধ্যে ৫টি নতুন করে ইজারা দিয়ে ডিএসসিসির আয় বেড়েছে ৫ কোটি টাকা। তবে এগুলোর তিনটিই আগের ইজারাদাররাই বেশি টাকা দিয়ে নিয়েছেন। বাকি দুটি ফের আগের সিন্ডিকেটই পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বচ্ছভাবে ইজারা হলে আরও বেশি আয় হতো ডিএসসিসির। 

গত ২৪ মে সমকালে ‘রাজধানীর কোরবানি পশুহাট : এবারও কবজায় সরকারি দলের নেতাদের’ শিরোনামের সংবাদে বলা হয়, প্রত্যেক বছর একই ব্যক্তিরা সিন্ডিকেটের মাধ্যমে কম টাকায় ইজারা পান। এ খবরে ডিএসসিসি প্রথম পর্যায়ের উন্মুক্ত দরপত্রে সর্বোচ্চ দরদাতাদের ইজারা দেয়নি। দ্বিতীয় পর্যায়ে আবার ইজারা আহ্বান করে।

মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারাদার চূড়ান্ত করা হয়। পাঁচটি পশুর হাটে প্রায় ৫ কোটি টাকা বেশি হয়েছে বলে জানান ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন। এবার একটি হাটের উন্মুক্ত দরপত্রে কেউ অংশগ্রহণ না করায় তা তৃতীয় পর্যায়ে গড়াচ্ছে। এদিকে ডিএসসিসি এলাকায় আরও একটি কোরবানি পশুর হাটের সংখ্যা বাড়ানো হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে ডিএসসিসি প্রথমে আটটি অস্থায়ী পশুর হাট এবং পরে গত ৫ জুন উত্তর শাহজাহানপুরে খিলগাঁও রেলগেট এলাকায় আরও একটি পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তি দেয়। গত ২৩ এপ্রিল আটটি পশুর হাটের উন্মুক্ত দরপত্র অনুষ্ঠিত হয়।

তখন সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম চতুর্থবারের মতো লালবাগ রহমতগঞ্জ ক্লাব পশুর হাটের ইজারা পান মাত্র ৫৬ লাখ টাকায়। ডেমরার আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গার ইজারা পান ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদের বড় ভাই ও ডেমরা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। পোস্তগোলা শ্মশানঘাটসহ আশপাশের খালি জায়গায় হাটের নিয়ন্ত্রণ সপ্তমবারের মতো চলে যায় ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঈন উদ্দিন চিশতীর হাতে।

মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গার হাটের ইজারা পান ঢাকা মহানগর দক্ষিণ যুগলীগের সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আওরঙ্গজেব টিটু। এ নিয়ে তিনি পঞ্চমবারে মতো ইজারা পেয়েছিলেন। লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন এলাকায় ডিএসসিসির ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম ভাট্টির সহযোগী জাকির হোসেন।  

যাত্রাবাড়ী দনিয়া কলেজসংলগ্ন আশপাশের এলাকায় আওয়ামী লীগ নেতা মো. কামরুজ্জামান এবং ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন পশুর হাটের ইজারা পান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ইরন। হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ মাঠের ইজারা ৪ কোটি ৫১ লাখ টাকায় পেয়েছেন ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াকিব।

দ্বিতীয় পর্যায়ে উন্মুক্ত দরপত্রে আমুলিয়া মডেল টাউন আশপাশের এলাকার হাটে আগের মূল্যের চেয়ে ১৪ লাখ টাকা বেশি দিয়ে ৫০ লাখ টাকায় নিয়েছেন জসিম উদ্দীন। প্রথম দফায়ও তিনি ইজারা নিয়েছিলেন। দনিয়া কলেজসংলগ্ন আশপাশের এলাকার পশুর হাট আগের মূল্যের চেয়ে ১ কোটি ৫৭ লাখ টাকা বেশি মূল্য দিয়ে ৪ কোটি ৭১ লাখ টাকায় পেয়েছেন মো. কামরুজ্জামান। প্রথম দফায়ও তিনিই ইজারা নিয়েছিলেন। মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গায় আগের মূল্যের চেয়ে ১ কোটি ২৬ লাখ টাকা বেশি দিয়ে ৩ কোটি ১ লাখ টাকায় ইজারা নেন আগের ইজারাদার কামরুজ্জামান।

ইজারাদার পরিবর্তন হয়েছে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও  পোস্তগোলা শ্মশানঘাটের হাটে। ধোলাইখাল হাটে আগের ইজারাদারের চেয়ে ১ কোটি ৮৯ লাখ টাকা বেশি মূল্যে ৪ কোটি ৫৩ লাখ টাকায় পেয়েছেন মোহাম্মদ হোসেন। পোস্তগোলা শ্মশানঘাটসহ আশপাশের খালি জায়গায় ১১ লাখ টাকা বেশি মূল্যে ২ কোটি ৮১ লাখ টাকায় শাহনুর রহমান ইজারা নেন। ডিএসসিসি সূত্রে জানা যায়, সমালোচনা এড়াতে এ হাট দুটিতে ইজারাদার পরিবর্তন হলেও এবারও আগের সিন্ডিকেটই ইজারা পেয়েছে।

এদিকে ডিএসসিসির পশুর হাটের দ্বিতীয় পর্যায়ে লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন হাটে কেউ দরপত্র ক্রয় না করায় হাটটি কাউকে ইজারা দেওয়া হয়নি। এ হাটটির সঙ্গে আগামী ২০ জুন উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাবসংলগ্ন আশপাশের এলাকার খালি জায়গায় তৃতীয় পর্যায়ের উন্মুক্ত দরপত্র অনুষ্ঠিত হবে।

ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন সমকালকে বলেন, ‘ডিএসসিসির এলাকায় বাজার ব্যবস্থাপনা কমিটি প্রথম পর্যায়ে আটটি পশুর হাট ইজারার জন্য বিজ্ঞপ্তি দেয়। প্রথম পর্যায়ে এসব হাটে উন্মুক্ত দরপত্রে সর্বোচ্চ বেশি দাম ওঠে। তবে বাজার ব্যবস্থাপনা কমিটির মনে হয়েছে ছয়টি হাট আরও বেশি টাকায় ইজারা দেওয়া যাবে তাই দ্বিতীয় পর্যায়ে দরপত্র আহ্বান করে। এতে পাঁচটি হাটে আগের চেয়ে আরও ৫ কোটি টাকা বেশি মূল্য উঠেছে। আর একটি হাটে কেউ অংশগ্রহণ না করায় সেটি তৃতীয় পর্যায়ে উন্মুক্ত দরপত্রে যাবে। এ ছাড়া উত্তর শাহজাহানপুর এলাকায় বাজার ব্যবস্থাপনা কমিটি আরও একটি পশুর হাট ইজারার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে।  

এ বছর ডিএসসিসি এলাকায় ১০টি এবং ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) এলাকায় গাবতলীসহ ৯টি পশুর হাট বসবে।