- রাজধানী
- শিক্ষার্থীদের চাঙা করতে দিনব্যাপী আনন্দমেলা
শিক্ষার্থীদের চাঙা করতে দিনব্যাপী আনন্দমেলা

শারীরিক-মানসিক ক্লান্তি ও অবসাদ ঝেড়ে শিক্ষার্থীদের চাঙা করতে দিনব্যাপী এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ২৬ মে অনুষ্ঠিত ‘আইএসডি ফেয়ার’ শীর্ষক আনন্দমেলায় স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। সবার জন্য বিনোদন কর্মসূচির মধ্যে ছিল আড্ডা, অংশগ্রহণমূলক খেলাধুলা, মজাদার খাবার, সার্কাস শো, পুতুল নাচ, সংগীত পরিবেশনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির মধ্যে একাত্মবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করে। এতে অংশগ্রহণকারী এক অভিভাবক বলেন, ‘আয়োজনটি অসাধারণ, আমাদের অভিজ্ঞতা খুবই মধুর। এ আয়োজন আমাদের পরস্পরকে ভিন্নভাবে জানার সুযোগ করে দিচ্ছে।’
মেলার আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নাগরদোলা, পুতুল নাচ, ম্যাজিক শো, আর্কেড ও ভিআর গেমস ইত্যাদি। বইপ্রেমীদের জন্য ছিল বিভিন্ন বইয়ের স্টল। দশম শ্রেণির একজন ছাত্র বলেন, ‘পুরো আয়োজনটি অসাধারণ লেগেছে; বিশেষ করে গেমগুলো। দিনটি আমাদের অবসাদ কাটিয়ে একেবারে চাঙা করেছে।’
মেলায় দেশীয় হস্তশিল্প, কারুশিল্প, পোশাক, বই এবং কনফেকশনারি পণ্যের ৬১ টি স্টল বসেছিল। এ আয়োজনের সহযোগিতায় ছিল বাংলাদেশ ফাইন্যান্স ও স্টেপ মিডিয়া লিমিটেড। এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে ছিল ওয়ান্ডারল্যান্ড ও টগি ফান ওয়ার্ল্ড এবং আইসক্রিম পার্টনার ছিল সেভয় আইসক্রিম।
মেলায় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড ইনডালো’র ভোকালিস্ট ও গিটারিস্ট জন কবির। তিনি বলেন, ‘স্কুল আমাদের সবার হৃদয়ে বিশেষ একটি জায়গা দখল করে থাকে। আইএসডি ফেয়ারে তরুণ ও কিশোরদের সামনে পারফর্ম করে আমি অভিভূত।’
মন্তব্য করুন