চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া আমবাহী একটি ট্রাকও ডাকাতির কবলে পড়ে। বৃহস্পতিবার ভোরে উপজেলার চুয়াডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বন্ডবিল এলাকায় এ ঘটনা ঘটে। 

বাস দুটির যাত্রী ও ট্রাকচালকের কাছ থেকে প্রায় ১৬-১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন ও নদীয়া ডিলাক্স চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। সড়কে আলমসাধু ও গাছ ফেলে প্রথমে নদীয়া ডিলাক্সের বাসটির গতিরোধ করে। বাসে থাকা যাত্রীদের জিম্মি করে টাকা হাতিয়ে নেয়। পরে একই স্থানে পূর্বাশা পরিবহন আটকিয়ে টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাত দল। এসময় রাজধানী ঢাকা থেকে আসা চার গরু ব্যবসায়ীর একজনের কাছে থেকে ৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। 

ভুক্তভোগী বাসযাত্রী বকুল হোসেন জানান, ঢাকা থেকে পূর্বাশা পরিবহনের একটি বাসে তিনি আলমডাঙ্গায় ফিরছিলেন। ভোরে বন্ডবিলের কাছে সড়কে গাছ ফেলে বাসের গতিরোধ করে ডাকাতরা। বাসের সব যাত্রীদের কাছ থেকে যা পেয়েছে তা ছিনিয়ে নিয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ১৬-১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।