- রাজধানী
- ‘লাইসেন্সহীন অস্ত্র দিয়ে লাশ ফেলেছে, এখন অনুমতি চায়’
ত্বকী হত্যার ১২৩ মাসের কর্মসূচিতে রফিউর রাব্বি
‘লাইসেন্সহীন অস্ত্র দিয়ে লাশ ফেলেছে, এখন অনুমতি চায়’

ত্বকী হত্যার ১২৩ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: সমকাল
সরকারের আশ্রয়-প্রশ্রয়েই শামীম ওসমান সরকারের ভেতরে এখন আরেক সরকার হয়ে উঠেছেন। এমন অভিযোগ করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
বৃহস্পতিবার সন্ধ্যায় তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৩ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।
নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। এতে বক্তব্য দিতে গিয়ে ত্বকীর বাবা রফিউর রাব্বি আরও বলেন, ‘যে আজমেরী ওসমানের টর্চারসেলে ত্বকীকে হত্যা করা হয়েছে বলে র্যাব অভিযোগপত্রে উল্লেখ করেছে, সেই আজমেরী ও তার সহযোগীরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এখন আজমেরী অস্ত্রের লাইসেন্স চাচ্ছে। এতদিন লাইসেন্সহীন অস্ত্র দিয়ে লাশের পর লাশ ফেলেছে, এখন খুনের জন্য তার সরকারের অনুমতি লাগবে! পুলিশ তদন্তপত্রে তাকে লাইসেন্স দেওয়ার জন্য সম্মতিও জানিয়ে দিয়েছে।’
তিনি ত্বকী, সাগর-রুনী, তনু ও নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, বুল, মিঠুসহ সব হত্যার বিচার দাবি করেন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম বলেন, ত্বকীর ঘাতক ওসমান পরিবার এখনও ষড়যন্ত্র করছে। তারা নারায়ণগঞ্জকে অশান্ত করে চলেছে, শহরের সব দুঃখ-দুর্দশা, সমস্যা-সংকটের হোতা এই ওসমান পরিবার।
কবি হালিম আজাদ বলেন, ১০ বছর আগে ত্বকী হত্যার তদন্ত শেষ হয়েছে। অভিযোগপত্র তৈরি করে রাখার পরও তা আদালতে পেশ করা হয়নি। ঘাতকরা চিহ্নিত হওয়ার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন তাদের নিরাপত্তা দিচ্ছে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় কর্মসূচি পালিত হয়।
মন্তব্য করুন