- রাজধানী
- কুমিল্লায় যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ১০
কুমিল্লায় যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ১০

যুবদলের মিছিলে লাঠিচার্জ। ছবি: সমকাল
কুমিল্লায় যুবদলের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ৩ সদস্য এবং যুবদলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। পরে যুবদলের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। শুক্রবার বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্নার মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল। এ সময় মিছিলে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ যুবদলের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এতে যুবদল নেতা ফরিদ উদ্দিন শিবলু, নুরুল আলম চৌধুরী, নোমান, আহসান উল্লাহ, নাসাদ, শরীফ, রিংকু, আক্তার হোসেন, নাঈম হায়দার, আফসার সিদ্দিকী ও রবি আহত হন
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক খলিলুর রহমান বিপ্লব জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ করেছে। এতে যুবদলের বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ১০-১২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, কর্মসূচি পালনের একপর্যায়ে যুবদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে। এসময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, যুবদলের নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালনের একপর্যায়ে নগরীর সড়কে অবরোধ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের তিন সদস্য আহত হন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন