ফরিদপুরের সদরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এর মধ্যে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী বাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত করিমন উল্টে একজন নিহত হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রপাড়া বাজারঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরেকজন নিহত হয়।

নিহতরা হলেন- উপজেলার ঢেউখালী ইউনিয়নের কাচারিডাঙ্গী গ্রামের মালেক মাতুব্বরের ছেলে হানিফ মাতুব্বর (৪০) ও একই ইউনিয়নের উনুস বেপারীর ছেলে মো. জহিরুল বেপারী (৩০)

জানা যায়, কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন গোয়ালন্দ-তারাইল সড়কে একটি শ্যালো ইঞ্জিনচালিত করিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক হানিফ মাতুব্বর।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দ্রপাড়া বাজারঘাট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে চালক মো. জহিরুল বেপারীর মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, দুটি দুর্ঘটনার পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মোটরসাইকেল চালক জহিরুলের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়। করিমন চালক হানিফের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসআর/