- রাজধানী
- 'ম্যাসিভ হার্ট অ্যাটাক কমাতে ব্যাপক জনসচেতনতা দরকার'
'ম্যাসিভ হার্ট অ্যাটাক কমাতে ব্যাপক জনসচেতনতা দরকার'

'দেশে হৃদরোগের প্রকোপ বেড়েই চলেছে। এর মধ্যে ম্যাসিভ হার্ট অ্যাটাক জলন্ত ইস্যু হিসেবে দেখা দিয়েছে। ম্যাসিভ হার্ট অ্যাটাকে ৩২ শতাংশ রোগী হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করে থাকে। এমন প্রেক্ষিতে প্রকট (একুটইট) হার্ট অ্যাটাকের রোগী যত দ্রুত হাসপাতালে এনে আধুনিক চিকিৎসা (প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন) গ্রহণ করবে তত মৃত্যু ঝুঁকি কমে আসবে। তবে সুচিকিৎসার পাশাপাশি সার্বিক জনসচেতনতা তৈরি ছাড়া হার্ট অ্যাটাক কমিয়ে আনা সম্ভব নয়। এ কারণে গণমাধ্যম, জনপ্রতিনিধি, নীতি-প্রণেতাসহ সমাজের বিভিন্ন অংশীজনের অংশগ্রহণ বাড়াতে হবে। একইসঙ্গে শহর থেকে গ্রামে সর্বত্র আধুনিক চিকিৎসার সুবিধাদি বিস্তৃত করতে হবে।’
গত ৮-৯ জুন রাজধানীর হোটেল সোনারগাঁও-এ সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি এন্ড ইন্টারভেনশনস (এসসিএআই)-এর আয়োজনে তৃতীয়বারের মতো আয়োজিত ‘এসসিএআই কোর্স অন কমপ্লেক্স পিসিআই’ শীর্ষক সায়েন্টিফিক সম্মেলনে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকেরা এ কথা বলেন। এই সম্মেলনের প্রধান সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.।
দু'দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে কার্ডিওভাসকুলার বিষয়ে বিভিন্ন সায়েন্টিফিক সেশনে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ, খ্যাতনামা ও তরুণ চিকিৎসকেরা অংশগ্রহণ করেন। আয়োজনের প্রথম দিনে ইভেন্টে স্বাগত বক্তব্য প্রদান করেন সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি এন্ড ইন্টারভেনশনস (এসসিএআই) এর কোর্স ডিরেক্টর, হৃদরোগ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম. জি আজম। এছাড়া ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ডাক্তার লুইস এ গুজমান একুইট হার্ট অ্যাটাক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ম্যাসিভ হার্ট অ্যাটাক-বিষয় নিয়ে বিভিন্ন প্রেক্ষিতে বিষদভাবে আলোকপাত করেন এসসিএআই-এর আন্তর্জাতিক কর্মসূচি প্রধান রমেশ দুগাবাতি।
বিভিন্ন অধিবেশনে হৃদরোগের বিভিন্ন জটিলতা, ঝুঁকি, প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন ডাক্তার চৌধুরী হাফিজুল আহসান, এনআইসিবিডির পরিচালক অধ্যাপক ডাক্তার মীর জামাল উদ্দিন, বিএসএমএমইউ-এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার একেএম ফজলুর রহমান, অধ্যাপক ডাক্তার আফজালুর রহমান, অধ্যাপক ডাক্তার একেএম মাকসুমুল হক, অধ্যাপক ডাক্তার বরেন চক্রবর্তী, অধ্যাপক ডাক্তার ফজিলাতুনন্নেছা মালিক, ডাক্তার মাহবুবুর রহমান, ডাক্তার নাসের খানসহ অন্যান্যরা। এ ছাড়াও দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ওমর গক্তেকিন, ডাক্তার সন্দীপ বাসাভারাজজাহ্, ডাক্তার ইমাদ লিবাই, ডাক্তার শাও লিয়াং চেন, ডাক্তার কীর্তি পুনামাইয়া, ডাক্তার সারিথা রাও প্রমুখ।
দেশ ও বিদেশের প্রায় ৫ শতাধিক বিশেষজ্ঞ ও তরুণ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট চিকিৎসকেরা এই সায়েন্টিফিক সেমিনারে অংশগ্রহণ করে হার্টের অত্যাধুনিক চিকিৎসার অগ্রগতি বিষয়ে বিভিন্ন দেশের তুলনামূলক চিত্র সম্পর্কে অবাধ মতবিনিময় করার সুযোগ পান।
সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি এন্ড ইন্টারভেনশনস (এসসিএআই) এর কোর্স ডিরেক্টর, হৃদরোগ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম.জি আজম জানান, এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল হার্ট অ্যাটাকের আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানা এবং বিশ্বরে সঙ্গে আমাদের তুলনামূলক চিত্র নিরূপণ করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন