ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

এক্স থেকে ব্লক ফিচার উঠিয়ে দিচ্ছেন মাস্ক

এক্স থেকে ব্লক ফিচার উঠিয়ে দিচ্ছেন মাস্ক

ছবি: ডেইলি এক্সপ্রেস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগu ২০২৩ | ১১:৫৮ | আপডেট: ২০ আগu ২০২৩ | ১১:৫৮

এক্স কিংবা সাবেক টুইটার নিয়ে আরও একটি বিতর্কিত সিদ্ধান্ত নিলেন ইলন মাস্ক। এবার এই প্লাটফর্মটি থেকে কোনো অ্যাকাউন্ট ব্লক করার ফিচার বাতিলের ঘোষণা দেন তিনি। খবর ডনের

এক এক্স পোস্টে মাস্ক বলেন, ‘ফিচার হিসেবে ব্লক আর থাকবে না, তবে ডিএম (ডাইরেক্ট মেসেজিং)-য়ে তা আগের মতোই থাকবে।’

তিনি বলেন, তবে এক্স- এ আগের মতোই মিউট করার সুবিধা থাকবে। 

এদিকে অ্যাপল বলছে, গ্রাহক সৃষ্ট কন্টেন্টে অবশ্যই নিপীড়ক ব্যবহারকারীদের ব্লক করার সুযোগ থাকতে হবে।

মাস্কের সিদ্ধান্তের ব্যাপারে একটি পোস্টে নিপীড়ন বিরোধী অধিকার কর্মী মনিকা লুইনস্কি ‘অনলাইনে মানুষকে নিরাপত্তা দেওয়া এই জরুরি টুলটি’ রাখতে এক্সকে অনুরোধ করেছেন।

আরও পড়ুন