- রাজধানী
- রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু
রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

সোমবার রাত থেকে রাজবাড়ী-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল
রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসকের মধ্যস্থতায় মঙ্গলবার রাত ৯টা থেকে বাস চলাচল আবার শুরু হয়।
রাজবাড়ী জেলা পরিবহন মালিক গ্রুপের নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। রাজবাড়ীর ওপর দিয়ে শ্যামলী পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে সোমবার রাত থেকে এ রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।
জানা গেছে, ঢাকার গাবতলী থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচলে বাধা দেয় জেলা বাস মালিক সমিতি। এর প্রেক্ষিতে গাবতলীতে রাজবাড়ীর কোনো বাস ঢুকতে দেয়নি বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। যে কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদের মধ্যস্থতায় মঙ্গলবার রাত থেকেই ঢাকা রুটে রাজবাড়ীর বাস চলাচল করছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, বিষয়টি সমাধানের জন্য তার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার বসে বিষয়টির স্থায়ী সমাধান করা হবে। এছাড়া রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচলও স্বাভাবিক থাকবে।
মন্তব্য করুন