পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্র। মঙ্গলবার থেকে তাওসিফ জাওয়াদ আহমেদ (২৫) নামের ওই শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি তাঁর পরিবারের সদস্যকে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। 

স্বজনরা জানান, তাওসিফ মঙ্গলবার রাজধানীর রামপুরায় একটি ব্যাংকের এটিএম বুথ থেকে ২৫ হাজার টাকা তুলে আর বাসায় ফেরেননি। সন্ধান না পেয়ে পরে তাঁর বড় বোন তানজিনা আহমেদ হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাঁর বাসা পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে। 

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন সমকালকে বলেন, তাওসিফের সন্ধান পেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। থানা পুলিশের পাশাপাশি পুলিশের অন্য ইউনিটও চেষ্টা চালাচ্ছে। তাওসিফ রামপুরায় একটি ব্যাংকের বুথ থেকে টাকা তোলেন। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, টাকা তুলে স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন। 

পরিবারের সদস্যরা জানান, তাওসিফ ‘শিখোডটকম’ নামে একটি অনলাইন প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে পড়ালেখা শেষ করেন। তিনি বুথ থেকে টাকা তোলার উদ্দেশ্যে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রাত ১০টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরই মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি পরিবারের সদস্যকে ফোন করে জানান, তাওসিফ তাদের হেফাজতে আছেন। দেড় লাখ টাকা দিলে ফিরিয়ে দেবেন। 

তাওসিফের বাবা আলতাফ উদ্দিন জানান, তাঁর জানামতে কারও সঙ্গে ছেলের শত্রুতা নেই। ছেলের সন্ধান চান তিনি।