- রাজধানী
- দেশ মোটেই সংকটকালে নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী
দেশ মোটেই সংকটকালে নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম- ফাইল ছবি
পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, ‘দেশ মোটেই সংকটকালে নেই। যারা সংকটকাল বলছেন, এটি অতিকথন। বরং ইতিহাসের বাঁকবদলের মধ্যে আছে দেশ। জিডিপির প্রবৃদ্ধি হচ্ছে। গত দেড় দশকে মাথাপিছু আয় সাড়ে তিন গুণ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে পাঁচ গুণ।’
রাজধানীর একটি হোটেলে সোমবার নবায়নযোগ্যা জ্বালানি নিয়ে আয়োজিত সংলাপে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এ সংলাপের আয়োজন করে। এতে ‘মূল্যসাশ্রয়ী ও সবুজ বাজেটের ওপর গুরুত্ব রেখে টেকসই জ্বালানির পথ অন্বেষণ’ শিরোনামে একটি নিবন্ধ উপস্থাপন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, শিল্পায়নকে ক্ষতিগ্রস্ত করে শুল্ক থেকে রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ বাদ দেওয়া উচিত। রাজস্ব আয়ের মূল উৎস হওয়া উচিত ব্যক্তি খাতের আয়কর। তিনি বলেন, পরিকল্পনা করেই দেশে বিদ্যুৎ সক্ষমতা বাড়ানো হয়েছে। পাশের দেশ ভারতে বিদ্যুৎ চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা দ্বিগুণ। তাহলে বাংলাদেশের অতিরিক্ত সক্ষমতার দোষ কী? তিনি আরও বলেন, বিদ্যুতের উৎপাদন খরচের চেয়ে কম টাকা ভোক্তার কাছ থেকে নিচ্ছে সরকার। তাই লুণ্ঠনমূলক মুনাফার অভিযোগ ঠিক নয়। উৎপাদন খরচ থেকে ১০ শতাংশ বেশি নিলেও তা লুণ্ঠনমূলক হবে না।
সংলাপে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্যেষ্ঠ সহসভাপতি এম শামসুল আলম বলেন, এখন জ্বালানি নিরাপত্তা নেই। জ্বালানি খাতে লুণ্ঠনমূলক মুনাফা করছে বিপিসি, ব্যবসায়ীরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ইজাজ হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার চেয়ে ২০ শতাংশ পর্যন্ত বাড়তি থাকতে পারে। এর বেশি হলে তা অতিরিক্ত।
বিদ্যুৎ বিভাগের নীতি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, বিদ্যুৎ উৎপাদনে প্রথম চ্যালেঞ্জ প্রাথমিক জ্বালানির জোগান। এ কারণেই বহুমুখী জ্বালানির ব্যবহারে জোর দেওয়া হয়েছে, এলএনজি আমদানি করা হচ্ছে।
সংলাপ সঞ্চালনা করেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। তিনি বলেন, জ্বালানি খাতে সুবিধাভোগী একটি গোষ্ঠী আছে, যারা সরকারের সিদ্ধান্তে প্রভাব ফেলে। জ্বালানি খাত সংকটে পড়েছে, এটা নিয়ে কারও দ্বিধা নেই। এ খাতে সরকার যত উদ্যোগ নিয়েছে, তার মধ্যে সমন্বয় দরকার।
মন্তব্য করুন