- রাজধানী
- পেঁয়াজ-রসুনের দাম বেশি, সাধারণ মানুষ ভালো নেই: কৃষিমন্ত্রী
পেঁয়াজ-রসুনের দাম বেশি, সাধারণ মানুষ ভালো নেই: কৃষিমন্ত্রী

ছবি: সমকাল
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজ-রসুনের দাম বেশি, সাধারণ মানুষ ভালো নেই। প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি। বিশেষ করে কম আয়ের মানুষ যারা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা- তাদের পেঁয়াজ ও রসুন কিনতে গিয়ে অনেক খরচ করতে হচ্ছে।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে ‘কৃষি বিপ্লব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আইডিইবি এবং বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, দেশের ১৭ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করা যে কত বড় চ্যালেঞ্জ, এটা বলার ভাষা জানা নেই। তারপরও আমরা কিন্তু এত মানুষের খাওয়ার ব্যবস্থা হচ্ছে। বাজার মনিটরিং জটিল প্রক্রিয়া। তবে সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। কিছুটা কষ্ট হচ্ছে, অবশ্যই কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করছি, বিভিন্ন পদেক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হবে।
দেশের দরিদ্র মানুষ যেন সস্তায় ডিম খেতে পারে, এ জন্য ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, এতদিন ডিম উৎপাদক ও ব্যবসায়ীরা অনেক লাভ করেছেন। তবে দেশের দরিদ্র মানুষ যেন সস্তায় ডিম খেতে পারে ও শিশুদের আমিষের চাহিদা পূরণ হয় সেজন্য চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। ডিম আমদানির অনুমতি দেওয়ায় দেশের পোল্ট্রিশিল্প ক্ষতিগ্রস্ত হবে কিনা- এ প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশে চাহিদা বেড়ে গেলে চাল, গম, ডাল তেল যেভাবে আমদানি করে মানুষের প্রয়োজন মেটানো হয়, ঠিক সেভাবেই ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।
সেমিনারে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের পরিচালক খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার প্রবন্ধ উপস্থাপন করেন।
বিসিজেএফ'র সভাপতি কাওসার রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, বিসিজেএফ'র সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, আইডিইবির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মো. ফজলুর রহমান খান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইকরাম-উল-হক, ফাও'র কৃষি বিশেষজ্ঞ মঈন উস সালাম, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাসউদুল হক, আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন