- রাজধানী
- রাজধানীতে জামায়াতের মিছিল থেকে আটক ১৩
রাজধানীতে জামায়াতের মিছিল থেকে আটক ১৩

রাজধানীর পান্থপথে বিক্ষোভ মিছিল করা হয় - সমকাল
রাজধানীর পান্থপথে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। দলের আমির ডা. শফিকুর রহমানসহ কারাবন্দি নেতাকর্মীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোমবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে কোনো উস্কানি ছাড়াই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালায় বলে নেতাকর্মী অভিযোগ করেছেন। তবে বিনা অনুমতিতে মিছিল করায় ১৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম।
রোববার এক বিবৃতিতে জামায়াত জানিয়েছিল, সরকারের পদত্যাগসহ তিন দাবিতে মঙ্গলবার দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল করা হবে। পুলিশের বাধা এড়াতে বিভিন্ন মহানগরে এক দিন আগেই এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে এবং বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায়।
এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। তিনি বলেছেন, পান্থপথে ১৭ জন ছাড়াও যশোরে ১১ এবং ময়মনসিংহে তিনজনসহ সারাদেশে চার দিনে শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সরকার জুলুম-নির্যাতন চালিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানবাধিকার, ভোট ও ভাতের অধিকারসহ সব অধিকার থেকে নাগরিকদের বঞ্চিত করা হয়েছে।
এদিকে সোমবার জামায়াতের হাজারখানেক নেতাকর্মী পান্থপথের স্কয়ার হাসপাতাল এলাকায় জমায়েত হয়ে মিছিল করেন। তারা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
তিনি সরকারের উদ্দেশে বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের কাছে ধরনা না দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিন। বিরোধী দলের নেতাদের নির্বাচনে অযোগ্য করতে তাদের নামে মামলা দিয়ে ‘সুপারসনিক’ গতিতে বিচার করা হচ্ছে। আইনজীবীদের সাক্ষীকে জেরা করার সময়ও দেওয়া হচ্ছে না।
মন্তব্য করুন