রাজধানীর খিলক্ষেতে চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন (৪০) নামে এক আইনজীবী ও সোনার বাংলা ট্রেনের ধাক্কায় নাজমা বেগমের (৫৩) মৃত্যু হয়েছে। গত রোববার রাত পৌনে ১১টার দিকে আইনজীবী এবং গতকাল সোমবার ওই নারী দুর্ঘটনার শিকার হন।

 বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর জানান, ইকবাল হোসেনের সঙ্গে থাকা ভিজিটিং কার্ডের সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত হয়। তিনি গাজীপুরের টঙ্গী দক্ষিণ আরিচপুরের আলী আকবরের ছেলে। থাকতেন ধানমন্ডি ১০/এ রোডের একটি বাসায়। তিনি জজকোর্টের আইনজীবী ছিলেন।

পুলিশ জানায়, খিলক্ষেতের খাঁ-পাড়ায় দুর্ঘটনার শিকার হন নাজমা। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর নাম-পরিচয় নিশ্চিত হয়। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের নূর মোহাম্মদের মেয়ে। থাকতেন টঙ্গী এলাকায়। তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি। লাশ মর্গে রাখা হয়েছে।