- রাজধানী
- খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আইনজীবীসহ দু’জনের মৃত্যু
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আইনজীবীসহ দু’জনের মৃত্যু

প্রতীকী ছবি
রাজধানীর খিলক্ষেতে চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন (৪০) নামে এক আইনজীবী ও সোনার বাংলা ট্রেনের ধাক্কায় নাজমা বেগমের (৫৩) মৃত্যু হয়েছে। গত রোববার রাত পৌনে ১১টার দিকে আইনজীবী এবং গতকাল সোমবার ওই নারী দুর্ঘটনার শিকার হন।
পুলিশ জানায়, খিলক্ষেতের খাঁ-পাড়ায় দুর্ঘটনার শিকার হন নাজমা। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর নাম-পরিচয় নিশ্চিত হয়। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের নূর মোহাম্মদের মেয়ে। থাকতেন টঙ্গী এলাকায়। তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি। লাশ মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন