বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিপিএমএ) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনের নেতা ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু। 

সোমবার রাজধানীর আরমানিটোলায় সংগঠনের কার্যালয়ে সংগঠনটির প্রশাসকের দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওবায়দুল আজমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

গত ৯ সেপ্টেম্বর রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটি ২০২৩-২৫ বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।