ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর কারখানার ভেতর থেকে অনিক মিয়া (১৮) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার কালামপুর করিম টেক্সটাইল মিলের ভেতরে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়। তাঁর পায়ে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। 

অনিক নেত্রকোনার কুমারপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। স্বজনরা জানিয়েছেন, তিনি প্রায় এক বছর ধরে করিম টেক্সটাইল মিলে রিং অপারেটর হিসেবে কাজ করছিলেন। থাকতেন কারখানার ভেতরে আবাসিক ভবনে। 

মিলের কর্মকর্তা অলি চৌধুরী বলেন, সোমবার বিকেল থেকে অনিককে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে অন্য শ্রমিকরা কারখানার পেছনে পরিত্যক্ত মেশিনের লোহার আড়ায় তাঁর লাশ ঝুলতে দেখে কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা তিনি বলতে পারেননি।

অনিকের ভগ্নিপতি রফিকুল ইসলাম বলেন, মৃত্যুর খবর পেয়ে কারখানায় এসে তাঁর পায়ে ও শরীরে আঘাতের চিহ্ন পেয়েছেন। কী কারণে আত্মহত্যা করবে বা তাঁকে হত্যা করা হয়েছে কিনা, তারা বুঝতে পারছেন না।

ধামরাই থানার ওসি হারুন অর রশীদ বলেন, তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।