- রাজধানী
- কিশোরগঞ্জ দুদকের প্রথম অভিযোগপত্র ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
কিশোরগঞ্জ দুদকের প্রথম অভিযোগপত্র ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

কিশোরগঞ্জে দুদক অফিস প্রথম কোনো দুর্নীতি মামলার অভিযোগপত্র দিয়েছে আদালতে। তাতে কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের নামে বরাদ্দ ৪৭ বস্তা ভিজিএফ চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথির মুহাম্মদ সামী সোমবার কিশোরগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালে অভিযোগপত্রটি দাখিল করেন। তদন্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ২০২২ সালের ২৪ জুলাই মামলাটি দায়ের করেন। কিশোরগঞ্জে দুদক কার্যালয় যাত্রা শুরু করে গত বছর ৩ জুলাই।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ৮ জুলাই ভোরে ভিজিএফের চাল পাচারের খবর পান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম। ভোর ৪টার দিকে কটিয়াদী থানার পুলিশের সহায়তায় মুমুরদিয়া ইউনিয়নের ডাঙ্গি সেতুর কাছ থেকে ৪৭ বস্তা (২ হাজার ৩৫০ কেজি) ভিজিএফ চাল, ১২টি খালি বস্তাসহ একটি ট্রাক্টর জব্দ করেন তিনি। চটের বস্তায় লেখা ছিল ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। এ সময় আব্দুর রহমান ও মো. সজীব নামে দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় কটিয়াদী থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে থানা থেকে এ সংক্রান্ত নথি জেলা দুদক কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়।
দুদকের তদন্তে কটিয়াদী উপজেলার চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান, ইউপি সচিব মো. মসিউল আলম, কটিয়াদী উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও চান্দপুর ইউনিয়ন পরিষদের তদারকি কর্মকর্তা মো. শফিউল আলম ভূঞা, ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মো. মজিবুর রহমান, বিদ্যুৎ মিয়া, মো. শরীফ মিয়া, আব্দুর রহমান ও মো. সজীবকে অভিযুক্ত করা হয়।
সহকারী পরিচালক মাহাথির মুহাম্মদ জানান, ট্রাইব্যুনাল থেকে আসামিদের গ্রেপ্তারের আদেশ দেওয়া হলে তাদের গ্রেপ্তার করা হবে।
এ ব্যাপারে কথা বলতে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমানের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
মন্তব্য করুন