ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

চবিতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৪

চবিতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৪

চবি ছাত্রলীগের ২ গ্রুপ সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। ছবি: সমকাল

চবি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৩৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৪৪

পূর্বের সংঘর্ষের জেরে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের দুটি গ্রুপ। এতে আহত হয়েছেন অন্তত ৪ জন। সংঘর্ষে জড়ানো গ্রুপ দুটি হলো- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)’ ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত ‘সিক্সটি নাইন’। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ সংঘর্ষ শুরু হয়। পরে বিকাল সাড়ে ৫টায় পুলিশ ও প্রক্টরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিন বিকাল থেকে বিবদমান সিক্সটি নাইন পক্ষের নেতাকর্মীরা তাদের দখলে থাকা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে অবস্থান নিতে থাকেন। অন্যদিকে, সিএফসির নেতাকর্মীরা তাদের দখলে থাকা শাহ আমানত হলে অবস্থান নিতে থাকেন। এ দুটি হলের অবস্থান পাশাপাশি। এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা, রামদা ও ইটপাটকেল দেখা যায়। পরে এক গ্রুপ অন্য গ্রুপকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় সিক্সটি নাইন গ্রুপের একজন ও সিএফসি তিনজন আহত হন। 


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ‘ছাত্রদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এখন পরিস্থিতি শান্ত। ঘটনার সূত্রপাত কে করেছে ও কারা জড়িত এ বিষয়ে যাচাই-বাছাই চলছে।

চলতি বছরের ৩১ মে রাতে ও ১ জুন দুপুরে টানা দুই দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের এ দুটি গ্রুপ। এতে দুই গ্রুপের ১৬ জন আহত হয়েছিলেন। 

ছাত্রলীগ সূত্র জানায়, ওই দুইদিনের সংঘর্ষের ঘটনায় সিএফসি ও সিক্সটি নাইন দুটি গ্রুপই হাটহাজারী থানায় মামলা করেছিল। তবে সম্প্রতি মামলা তুলে নেওয়ার বিষয়ে দুই গ্রুপই আলোচনা শুরু করে। এ আলোচনাকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। আজ তা সংঘর্ষে রূপ নিয়েছে। এ ঘটনায় উভয় গ্রুপ একে অপরকে দোষারোপ করছে। 

সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘সিএফসির নেতাকর্মীদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই। সিনিয়র নেতার কথা জুনিয়ররা মানে না। যেহেতু সামনে জাতীয় নির্বাচন তাই মামলা তুলে নেওয়ার বিষয়ে আমরা আলোচনা করছিলাম। কিন্তু সিএফসি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালিয়েছে। এরপর আমরা প্রতিহত করেছি।’

তবে এ অভিযোগ অস্বীকার করে সিএফসির নেতা শাখা ছাত্রলীগের সহসভাপতি মির্জা খবির সাদাফ বলেন, ‘মামলার বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। সংঘর্ষ ও মামলার কোনো যোগসূত্র নেই। সিক্সটি নাইনের নেতাকর্মীরা আগে আমাদের ওপর হামলা চালিয়েছে এবং আমরা প্রতিহত করেছি। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে সত্যতা পাওয়া যাবে।’ 

 



আরও পড়ুন