নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা হিরন মারা গেছেন

নবাবগঞ্জ সরকারি নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়- সমকাল
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩৯
ঢাকার নবাবগঞ্জের সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যন্ত্রাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান হিরন বুধবার মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার সকালে সরকারি নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানসহ বিশিষ্টজন।
সালমান এফ রহমান বলেন, আশিকুজ্জামান হিরন নিষ্ঠার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তাঁর মৃত্যুতে নবাবগঞ্জ তথা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হলো। আল্লাহ রাব্বুল আলামিন হিরনকে মাফ করে দিন।
জানাজায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম প্রমুখ।
- বিষয় :
- ঢাকা
- ছাত্রলীগ
- আশিকুজ্জামান হিরন