নিউমার্কেটে আজ বিকেলেও হাঁটুপানি

নিউমার্কেটসহ আশপাশের এলাকা এখন পানির নিচে। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩৪ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩৪
ছুটির দিনে রাজধানীর নিউমার্কেটে ভিড় হলেও আজ শুক্রবার পুরো চিত্র একেবারেই ভিন্ন। নিউমার্কেটসহ আশপাশের এলাকা এখন পানির নিচে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হওয়া বৃষ্টিতে রাজধানীতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্ট হয়। নিউমার্কেটসহ রাজধানীর অনেক এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। নিউমার্কেটে হাঁটুসমান পানি দেখা গেছে। জলাবদ্ধতার কারণে সংশ্লিষ্ট এলাকায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃষ্টি শেষ হওয়ার ১৪ ঘণ্টা পরও পানি না নামায় ক্ষোভ প্রকাশ করেছেন নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা।
আজ বিকেল ৩টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনের সড়ক পানিতে ডুবে থাকতে দেখা যায়। রিকশা, ভ্যানে করে কোনোমতে এই এলাকা পার হচ্ছিলেন লোকজন।
নিউমার্কেটের ভেতরের অবস্থা আরও করুণ। ভেতরে হাঁটুপানি থইথই করছিল।
ব্যবসায়ীরা বলেন, নিউমার্কেটের ভেতরের পানি এখনো নামেনি। পানি না নামায় তারা দুর্ভোগ পোহাচ্ছেন। ব্যবসার ক্ষতি হচ্ছে।
- বিষয় :
- রাজধানী
- নিউমার্কেট
- পানির নিচে
- ব্যবসায়ী