ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

বিডিএফ ৯ম জাতীয় বিতর্ক উৎসব শুক্রবার

বিডিএফ ৯ম জাতীয় বিতর্ক উৎসব শুক্রবার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২০

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কাল শুক্রবার দেশের শীর্ষস্থানীয় বিতর্ক সংগঠন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৯ম জাতীয় বিতর্ক উৎসব’। দেশব্যাপী শতাধিক বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের চার শতাধিক বিতার্কিকদের নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই বিতর্ক উৎসব।

উৎসবে বর্তমান ও বিগত প্রজন্মের দেশসেরা বিতার্কিকদের অংশগ্রহণে বিভিন্ন ফরম্যাটের প্রদর্শনী বিতর্ক হবে। সকাল ৯টায় শুরু হতে যাওয়া দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ত্ব ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি ডা. আব্দুন নূর তুষার।

বিডিএফের সাধারণ সম্পাদক মুরাদ রনির সঞ্চালনায় উৎসবের সমাপনী অনুষ্টানে সভাপতিত্ব করবেন বিডিএফের সভাপতি আব্দুল্লাহ মো. শুকরানা এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধান তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম।

শুক্রবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে দুটি ফোন নম্বরে (01324256499 ও 01777408630) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন