চট্টগ্রামে বই মার্কেটে আগুন

ছবি-সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৪৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৪৮
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা বই মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টার দিকে মার্কেটের প্রতিভা লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নগরের নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালায়। কিছু সময়ে মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
তিনি বলেন, ধারণা করছি, লাইব্রেরি মার্কেটের নিচ তলায় প্রতিভা লাইব্রেরি নামের একটি দোকানের বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
তবে লাইব্রেরির মালিক সুনাম চৌধুরী জানিয়েছেন, অগ্নিকাণ্ডে বই ছাড়াও তার দোকানের অনেক আসবাবপত্র পুড়ে গেছে।
- বিষয় :
- আগুন
- চট্টগ্রাম
- ফায়ার সার্ভিস