ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

হানিফ ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

হানিফ ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

ছবি সংগ্রহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪৮

রাজধানীর হানিফ ফ্লাইওভারে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার রাতে এ ঘটনায় ফ্লাইওভারে যানজট সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পোস্তাগোলা স্টেশনের কর্মকর্তা শাহীন আলম সমকালকে জানান, মাইক্রোবাসটি শরীয়তপুর থেকে ঢাকার মিরপুরে যাচ্ছিল। এতে চার যাত্রী ও চালক ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হানিফ ফ্লাইওভারে যাত্রাবাড়ী মোড়ে পৌঁছালে আগুন লেগে যায়। এ সময় যাত্রী ও চালক বেরিয়ে পড়েন। খবর পেয়ে পোস্তগোলার দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়। গাড়ির ইঞ্জিনের কোনো সমস্যা থেকে এ আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। গাড়িটি পুড়ে গেছে। 

আরও পড়ুন