বেপরোয়া বাসের ধাক্কায় ২ পা অকেজো হয়ে গেল

হাসপাতালে ভর্তি আহত বাদল মিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৫:৪৫ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১৫:৪৫
রাজধানীতে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় বাদল মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের দুইটি পা অকেজো হয়ে গেছে।
গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মিরপুর লিংক নামক কোম্পানির একটি বাস বাদল মিয়াকে ধাক্কা দেয় বলে জানা যায়।
আহত বাদল মিয়া কিশোরগঞ্জ সদরের পাঠানকান্দি গ্রামের টপ টেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেনের বড় ভাই।
আর বাদল মিয়াকে গুরুতর আহত করা বাসের ড্রাইভারের নাম জমির উদ্দিন মণ্ডল। তিনি নাটোরের বাঘাটিপাড়ার সোনাপুরের হযরত আলী মণ্ডলের ছেলে।
এ ঘটনার পর বাদল মিয়াকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারা বাদল মিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা ২০২৩