ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ | ১৮:০০

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার পূর্ব নাসিরাবাদ সিডিএ এভিনিউ এলাকা থেকে মহি উদ্দিনকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার কাছ থেকে দুইটি মোবাইল ও চারটি সিম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৯ মার্চ এটিইউ হবিগঞ্জের নবীগঞ্জ দেবপাড়া এলাকা থেকে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ সক্রিয় সদস্য আইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় নবীগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। মহি উদ্দিন ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। 

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
 

আরও পড়ুন

×