রাজধানীর হাতিরঝিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪ | ১৩:০০
রাজধানীর হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় রবিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর তথ্য প্রযুক্তির সহায়তায় ওই যুবকের নাম পরিচয় জানা যায়। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়।
এর আগে সকালে ব্রিজ ধরে যাওয়ার পথে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থল বাড্ডা থানাধীন হওয়ায় পরে বাড্ডা থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন গাজী বলেন, হাতিরঝিল থানা পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি পুলিশ প্লাজার পেছনের ব্রিজের নিচে একটি মরদেহ ভাসমান অবস্থায় রয়েছে। পরে বাড্ডা থানার একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
বাড্ডা থানার এসাআই মেহেদী হাসান খান জানান, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লেকের পনিতে ডুবে মারা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- যুবক নিহত
- পুলিশ