বাংলামটরে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২৪ | ০১:০৮
রাজধানীর বাংলামটর এলাকায় চলন্ত প্রাইভেটকারের ওপর একটি গাছ ভেঙে পড়েছে। গতকাল মঙ্গলবার রাতে হোটেল সোনারগাঁওয়ের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি, তবে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে সোনারগাঁও সিগন্যাল ও বাংলামটর মোড়ের মাঝামাঝি স্থানে প্রাইভেটকারের ওপর গাছটি ভেঙে পড়ে। বাতাসের কারণে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তখন গাড়িতে শুধু চালক ছিলেন। তাঁকে নিরাপদে বের করে আনা হয়।
হাতিরঝিল থানার এসআই আব্দুল কাদির জানান, ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের একটি দল প্রাইভেটকারের ওপর থেকে গাছটি সরিয়ে নেয়।