ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

সকাল সকাল ঝুম বৃষ্টি

সকাল সকাল ঝুম বৃষ্টি

সকালের ঝুম বৃষ্টিতে পানি জমে গেছে সড়কে। রাজধানীর পল্লবী থেকে ছবিটি তুলেছেন মামুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ০৯:০৫ | আপডেট: ১২ জুলাই ২০২৪ | ০৯:৫১

‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে’ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো করে রাজধানীতে আষাঢ়ের শেষে আবারও শুরু হয়েছে ঝুম বৃষ্টি। শুক্রবার ছুটির দিনের সকাল সকাল বৃষ্টি রাজধানীবাসীর অনেকের কাছে প্রশান্তি নিয়ে এসেছে। আবার অনেকের কাছে হয়েছে বাড়তি ভোগান্তি। এই ঝুম বৃষ্টিতেও অনেককে বের হতে হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তায় জমেছে পানি।  

ভোর ৬টা থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে এই বৃষ্টি চলছে। কারওয়ান বাজার, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনি পাড়া, ধানমন্ডিসহ, পশ্চিম শ্যাওড়াপাড়ার বর্ডারবাজার, দক্ষিণ মনিপুরের মোল্লাপাড়াসহ রাজধানীর অনেকে রাস্তায় এরই মধ্যে পানি জমে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমেছে এসব রাস্তায়। পথচারীদের দুর্ভোগের শেষ নেই।

বৃষ্টিতে পানি জমেছে মগবাজারের নয়াটোলা এলাকার সড়কে

আবহাওয়া অধিদপ্তর  জানিয়েছে, সারা দেশে আজ বৃষ্টি আরও বাড়তে পারে। মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। এতে রোদের দেখা কম পাওয়া যেতে পারে। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। আর আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর গতকাল বলেছে, মৌসুমি বায়ু আবারও শক্তিশালী হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর মেঘ দেশের উপকূল দিয়ে প্রবেশ করছে। বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল দিয়ে মেঘ বেশি আসছে। সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় বাধা পেয়ে বৃষ্টি বাড়িয়ে দিয়েছে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড়ধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×