ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

সাড়ে ৪ কেজি স্বর্ণসহ বিমান কর্মচারী আটক

সাড়ে ৪ কেজি স্বর্ণসহ বিমান কর্মচারী আটক

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ০০:০৮

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বারসহ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার রাতে তাকে আটক করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পরে বিমানবন্দর থানায় তাকে সোপর্দ করা হয়। 

পুলিশ জানায়, আটক জাহাঙ্গীর আলম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাটারিং সেন্টারের কর্মী। তার হেফাজত থেকে জব্দ করা স্বর্ণের বারের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। যার বাজার দর ৪ কোটি ৫০ লাখ।

জানা গেছে, বিমানবন্দরে ডিউটির নামে বিমানের এক শ্রেণির অসাধু কর্মকতা-কর্মচারী চোরাকারবারি চক্রের প্রতিনিধি হয়ে উঠেছে। কোটি কোটি টাকার স্বর্ণের বারের চালান গন্তব্যে পৌঁছে দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ থেকে বটগাছে পরিণত হয়েছে। এ চক্রের সঙ্গে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জড়িত থাকার অভিযোগ রয়েছে।  

বিমানবন্দর থানার ওসি এরশাদ আহমেদ সমকালকে জানান, অবৈধ স্বর্ণসহ আটক বিমান-কর্মীকে রাত ১১টায় থানায় সোপর্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
 

whatsapp follow image

আরও পড়ুন

×