ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকায় যানবাহনে এক দিনে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

ঢাকায় যানবাহনে এক দিনে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২১:০১

রাজধানীর সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। নেওয়া হচ্ছে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা। এর অংশ হিসেবে গত মঙ্গলবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৯২টি মামলা ও ১১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি গাড়ি ডাম্পিং ও ১৫টি রেকারিং করা হয়েছে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মেগাসিটি ঢাকার প্রায় ২ কোটি মানুষের জন্য ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন প্রায় ৪ হাজার। রাজধানীর ৩৩৯টি স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করছেন তারা।

এদিকে গতকাল মেট্রোরেল পথে যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে যাত্রীর চাপ বেড়ে যায়। এতে রাজধানীর সায়েন্স ল্যাব, নিউমার্কেট, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, গুলিস্তান, বনশ্রী ও সাতরাস্তা এলাকায় তীব্র যানজট তৈরি হয়। রাস্তায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ সদস্য দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় তাদের।
সরেজমিন দেখা যায়, গতকাল দুপুর ২টায় শাহবাগ মোড়ে ১০-১২ জন ট্রাফিক পুলিশ সদস্য ছিলেন। সব রাস্তার মুখে সিগন্যাল দিয়ে দাঁড়িয়ে ছিলেন তারা। কোনো গাড়ি চলাচল করতে পারেনি। তীব্র যানজটে গাড়ির প্যা পো শব্দ। এর একটু সামনে গেলে বাংলামটর মোড়েও প্রায় ১০ জন ট্রাফিক পুলিশ সদস্যকে দেখা যায়। কারওয়ান বাজার মোড়ের ট্রাফিক সিগন্যালের গাড়ির সারি বাংলামটর মোড় পর্যন্ত লম্বা ছিল। পর্যাপ্ত ট্রাফিক পুলিশ দেখা গেলেও যানবাহনের অতিরিক্ত চাপে সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছিলেন তারা। আবার যারা ট্রাফিক সিগন্যাল মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে মোটরসাইকেল, অটোরিকশা, রিকশা ও প্রাইভেটকারকে ট্রাফিক সিগন্যাল অমান্য করতে দেখা গেছে।

তেজগাঁও জোনের সহকারী কমিশনার (ট্রাফিক পুলিশ) স্নেহাশীষ দাস বলেন, মেট্রোরেল বন্ধ থাকায় সড়কে গাড়ির চাপ অন্য দিনের চেয়ে কিছুটা বেশি ছিল। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালানো হয়েছে। যেসব যানবাহন ট্রাফিক সিগন্যাল মানেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 

আরও পড়ুন

×