কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০৪:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রাজধানীর কদমতলীতে বাসার সামনে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মজিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
মজিবুর রহমান একটি প্রতিষ্ঠানে মাস্টার রোলে চাকরি করতেন। তার বাবা আলী হোসেন আগেই মারা গেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান জানান, কদমতলীর বি পি ধারা আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন মজিবুর রহমান। সকাল সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ছোট ভাই সুমন জানান, দু’দিনের বৃষ্টিতে বাসার সামনে পানি জমে ছিল। সকালে মজিবুর সেই পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই পানিতে কোনোভাবে বৈদ্যুতিক তার লেগে ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে জানা যায় তিনি মারা গেছেন।