পুরান ঢাকায় রাসায়নিকের গুদামে আগুন, দগ্ধ ২

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০৫:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় আবারও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার সকালের এ ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম সমকালকে জানান, সকাল ৭টার কিছু সময় পর রায়সাহেব বাজারের লালচাঁন মুকিম লেনে রাসায়নিকের গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে ছুটে যায়। সকাল সাড়ে ৮টায় তারা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। এতে দু’জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম রকি, অপরজনের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, তিন তলা বাড়ির নিচতলায় নিকেল তৈরির রাসায়নিকের গুদাম ছিল। দোতলায় রাবার তৈরির রাসায়নিক ও নাট-বল্টুর গুদাম। আগুনে নিচতলা ও দোতালার গুদামের রাসায়নিক পুড়ে যায়। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অবৈধ রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১২৪ জনের প্রাণহানি ঘটে। এছাড়া গত বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে মারা যান ৭১ জন।