পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবি

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ | ২১:৫৪
পৌরসভার কাউন্সিলরদের অপসারণের প্রজ্ঞাপন বাতিল করে তাদের পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ৩২৩টি পৌরসভা থেকে অপসারণ হওয়া কাউন্সিলরদের ব্যানারে এ দাবি জানানো হয়। এ সময় তারা যেসব কাউন্সিলর সরাসরি অপরাধে যুক্ত, তাদের শাস্তির দাবিও করেন।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদুর রহমানের সঞ্চালনায় দেশের বিভিন্ন পৌরসভার কাউন্সিলররা বক্তব্য দেন।
সাইফুল ইসলাম বলেন, ‘আমরা কোনো দলের রাজনীতি করে কাউন্সিলর হইনি, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলাম। কোনো তদন্ত ছাড়াই আমাদের অপসারণ করা হয়েছে। দেশের কোটি কোটি মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমরা তাদের সেবায় নিয়োজিত ছিলাম। আমরা জনগণের সেবা করে যেতে চাই। আমাদের পুনর্বহাল করতে হবে।
মানববন্ধনে ফরিদপুর জেলার মধুখালী পৌরসভার ১, ২, ৩ সংরক্ষিত আসনের কাউন্সিলর রেশমা আক্তার বলেন, ‘আমাদের অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে। সরকারের কাছে বিশেষ অনুরোধ, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। মানুষের জন্য কাজ করে তাদের মন জুগিয়ে তাদের ভোটে নির্বাচিত হয়ে পদে বহাল ছিলাম। আমাদের স্ব স্ব পদ ফিরিয়ে দিন।’