ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

‘লাল মজলুমে’ তাজা হলো জুলাই আন্দোলনের স্মৃতি

‘লাল মজলুমে’ তাজা হলো জুলাই আন্দোলনের স্মৃতি

লাল মজলুমের পথনাটক শোভাযাত্রায় প্রতীকী আয়নাঘর ভেঙে মিলল শুধু কঙ্কাল। শনিবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ০১:২৪

জুলাইয়ের গণআন্দোলনের স্মৃতি স্মরণে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় গণপরিবেশনা ‘লাল মজলুম’। নাট্যকর্মীরা হেঁটে হেঁটে পথনাটকের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে তাজা করে তোলেন গণআন্দোলনের নানা স্মৃতি। তাদের অভিনয়, সংলাপ আর সংগীতের গণপরিবেশনায় শামিল হন পথচারীরাও।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উদীচী, প্রাচ্যনাট্যসহ সাংস্কৃতিক সংগঠনের কর্মী, পেশাজীবীসহ দুই শতাধিক কলাকুশলী এ পরিবেশনায় অংশ নেন। ভাবনা, পরিকল্পনা ও গণপরিবেশনায় নির্দেশনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক শাহমান মৈশান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের। শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে জাতি স্বৈরাচারমুক্ত হয়। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ বাহিনী ও ছাত্রলীগ খুন করে অগণিত ছাত্র-জনতাকে। রক্তাক্ত সেই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাংস্কৃতিক কর্মীদের লাল মজলুম শুরু হয় বিকেল সোয়া ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে। এ গণপরিবেশনা শেষ হয় শাহবাগে।

সংস্কৃতির গান, গণঅভ্যুত্থানের মিছিল, রাষ্ট্রীয় ও সংকীর্ণ সেক্টারিয়ান সন্ত্রাস, নজরুলের বিদ্রোহী কবিতার চাকমাসহ আঞ্চলিক ভাষায় গণরূপায়ণ, রবীন্দ্র-নজরুল কাব্যের সংগীতায়ন, নারী ও প্রকৃতির বহুরূপ অন্বেষণ প্রয়াসের পাশাপাশি পথনাটক, পোস্টার নাটক, ইলাস্ট্রেশন ছিল এ আয়োজনে।
শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, পুলিশের জলকামান নিক্ষেপ, আয়নাঘরসহ তৎকালীন আওয়ামী সরকারের শাসনামলের নানা দুঃশাসনের প্রতীকী চিত্র খণ্ড খণ্ডভাবে গণপরিবেশনায় তুলে ধরা হয়। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণঅধিবেশনমূলক সংলাপ দৃশ্যায়নে শেষ হয় লাল মজলুম।

বিশ্বসাহিত্য কেন্দ্রে পূর্ণিমা সন্ধ্যা
গতকাল বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে উপভোগ করা হয়েছে পূর্ণিমা সন্ধ্যা। কেন্দ্রের দক্ষিণ পাশের ছাদে কণ্ঠশিল্পী মীযানুর রাহমান তাসলীমের গানে এটি উপভোগ করেন কেন্দ্রের পাঠক, সদস্য এবং নানা শ্রেণি-পেশার সংগীতপ্রেমীরা। বিশ্বসাহিত্য কেন্দ্র আলোর ইশকুল কার্যক্রমের উদ্যোগে নিয়মিত পূর্ণিমা সন্ধ্যা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম আলমগীর। সমন্বয়ে ছিলেন মেসবাহ সুমন।

whatsapp follow image

আরও পড়ুন

×