রাজনৈতিক খোলস পাল্টে দেলোয়ারের দখল-চাঁদাবাজি
শাহজালাল বিমানবন্দরে গাড়ি ব্যবসা
দেলোয়ার হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৪:২৮ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ১৫:২১
আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বিমানবন্দর থানার শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেন রাতারাতি শ্রমিক দল নেতা বনে গেছেন। রাজনৈতিক খোলস পাল্টে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি ব্যবসা দখলে উঠেপড়ে লেগেছেন। তাঁর বিরুদ্ধে বিমানবন্দরের রেন্ট-এ কার অ্যাসোসিয়েশনের সদস্যদের চাঁদা দাবি এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই রেন্ট-এ কার মালিক-শ্রমিকদের বিরুদ্ধে আদালতে একটি মামলাও করেন তিনি।
অভিযুক্ত দেলোয়ার হোসেন দেলু বিমানবন্দর থানা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক ছিলেন। ২০২৪ সালের কমিটিতে তিনি কার্যকরী সদস্য। রেন্ট-এ কার মালিক-শ্রমিকদের অভিযোগ, বর্তমানে রাজনৈতিক সুর পাল্টে শ্রমিক দলের নেতা পরিচয় দিয়ে তিনি বিমানবন্দরের যাত্রীবাহী গাড়ির ব্যবসা দখল করতে চাইছেন। এ জন্য রেন্ট-এ কার অ্যাসোসিয়েশনের সদস্যদের কাছ থেকে চাঁদা দাবি এবং হুমকি-ধমকি দিচ্ছেন। সম্প্রতি রেন্ট-এ কার মালিক-শ্রমিকদের বিরুদ্ধে আদালতে একটি মামলাও করেন তিনি। পরে আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর থানায় ওই মামলা করা হয়েছে।
দেলোয়ার তাঁর কমিটির কার্যকরী সদস্য বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের। তিনি সমকালকে বলেন, বিমানবন্দর শ্রমিক দলের তালিকায় কখনও তাঁর নাম ছিল না।
এদিকে, বিমানবন্দরে চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় দেলোয়ারকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়েছে। বাদী বিমানবন্দর এ ফাইভ পরিবহনের এমডি আশরাফ আলী। তিনি সমকালকে বলেন, বিমানবন্দর শ্রমিক লীগের দেলোয়ার এখন শ্রমিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও লুটপাট করছেন।
মামলার তদন্ত সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন ২০১০ সালে বিমানবন্দর থানা শ্রমিক লীগের কমিটিতে দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে তিনি কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন। এর পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সুবিধাবাদী হিসেবে খোলস পাল্টেছেন তিনি। বর্তমানে সবার সামনে তিনি নিজেকে শ্রমিক দল নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন।
জানতে চাইলে চাঁদার দাবিতে বিমানবন্দর রেন্ট-এ কার পরিবহন কাউন্টার ভাঙচুরের ঘটনা অস্বীকার করেন দেলোয়ার। তিনি বলেন, আমি বিমানবন্দর শ্রমিক লীগের সঙ্গে কখনোই সম্পৃক্ত ছিলাম না। দেলোয়ার হোসেন নামে আরও অনেক লোক রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিক লীগের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান সমকালকে বলেন, দখল ও চাঁদাবাজির ঘটনায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হওয়া মামলাটির তদন্ত চলছে।