শিক্ষার্থীর পছন্দের অধ্যক্ষ নিয়োগ, সিটি কলেজ খুলছে মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২১:১২
ঢাকা সিটি কলেজ খুলছে আগামী মঙ্গলবার। শিক্ষার্থীদের দাবির মুখে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক নিয়াজ মাহমুদ খানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী নিয়ামুল জানান, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। মাসে একবার সমস্যা নিয়ে তাদের সঙ্গে আলোচনাসহ অন্যান্য দাবি-দাওয়াও মেনে নেওয়া হয়েছে।
গত ৭ আগস্ট কলেজের অধ্যক্ষ বেদার উদ্দিন আহমেদকে সরিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন অধ্যাপক কাজী নিয়ামুল। এর পর তিনি একাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে শোকজ ছাড়াই চাকরিচ্যুত করেন। চাকরিচ্যুতসহ নানা স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ২৮ অক্টোবর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ চার শিক্ষকের পদত্যাগের পাশাপাশি সাত দাবি জানান তারা। এক পর্যায়ে ২৯ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
- বিষয় :
- রাজধানী
- শিক্ষাপ্রতিষ্ঠান