‘স্বর্ণ পাচারে জড়িত উড়োজাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা’
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২২:২১
পাচারের উদ্দেশ্যে উড়োজাহাজে স্বর্ণ বহন করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, স্বর্ণ চোরাকারবারিরা যেসব উড়োজাহাজ ব্যবহার করবে, সেসব উড়োজাহাজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বর্ণ জব্দ হলে থানায় মামলা করার নির্দেশ দেন তিনি
রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হলে প্রবাসী যাত্রীদের জন্য নির্মিত হেল্প ডেস্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন উড়োজাহাজ থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটে। এগুলো তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে একই যাত্রীর বারবার স্বর্ণ আনার ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এসব যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনবিআর। চোরাচালান বন্ধে ব্যাগেজ রুলের নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।
বাংলাদেশে বৈধভাবে স্বর্ণ নিয়ে আসার সুযোগ আছে উল্লেখ করে আবদুর রহমান খান বলেন, ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আরও সহজ করা হচ্ছে নিয়মকানুন। এ জন্য আগামীতে মোবাইল অ্যাপ চালু করা হবে।
তিনি বলেন, বিমানবন্দরের যাত্রীসেবায় বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ নিয়েছে। কাস্টমসের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীরা যেন সহজেই কাস্টমসের কাছ থেকে সেবা পান, আমরা সে ব্যবস্থা নিয়েছি। কাস্টমসের কাছ থেকে যাত্রী নাজেহাল করার অভিযোগ এলেও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।