ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মতবিনিময় সভায় ভূমি উপদেষ্টা

ভূমি অফিসের কর্মকর্তাদের কাজ তদারকির নির্দেশ

ভূমি অফিসের কর্মকর্তাদের কাজ তদারকির নির্দেশ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২২:৪৫ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ | ১০:১৬

সারাদেশে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কার্যক্রম নিবিড় তদারকি ও কাজের সমন্বয় করার নির্দেশনা দিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। রোববার বিভাগীয় কমিশনাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। উপদেষ্টা মাঠ পর্যায়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান।
 
ভূমি মন্ত্রণালয়ের সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ পদস্থ কর্মকর্তা ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, ভূমি-সংক্রান্ত সেবা নিয়ে  অধিকাংশ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। সেবাপ্রার্থী মানুষকে অনলাইনে নামজারি, হোল্ডিং নম্বর, ভূমি  কর, দাখিলা পদ্ধতিসহ সরকারের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম বিষয়ে ব্যাপকভাবে সচেতন করতে হবে। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত যুগোপযোগী প্রশিক্ষণদান কর্মসূচি অব্যাহত করার ওপর গুরুত্ব আরোপ করেন। 

পরে ভূমি ভবনের সম্মেলন কক্ষে রাজধানীর তেজগাঁও, গুলশান, ক্যান্টনমেন্ট ও মোহাম্মদপুর থানা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টদের জন্য তেজতুরী বাজার মডেল শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। 

সেখানে জ্যেষ্ঠ ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধে তেজতুরী বাজার মৌজাকে পাইলটিংয়ের  আওতায় আনা হয়েছে। এ কার্যক্রমে ভূমি মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এর সুফল পর্যায়ক্রমে ঢাকা জেলার ১৯টি সার্কেলের সব মৌজায় বাস্তবায়ন করতে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্বোধন করা মডেল মৌজা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা জ্ঞান কাজে লাগাতে হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×