জলবায়ু ন্যায্যতার দাবিতে ঢাকায় ৭-৮ ডিসেম্বর সমাবেশ

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ০০:১৬
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে নিজস্ব-সম্পদনির্ভর পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অগ্রাধিকারভিত্তিক দাবি গুরুত্ব পায়নি। ফলে সরকারকে নিজস্ব উদ্যোগ নিতে হবে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কপ-২৯ ফলাফল: বাংলাদেশকে স্ব-নির্ভর জলবায়ু পরিকল্পনা করতে হবে’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপের (ইক্যুইটিবিডি) প্রধান মডারেটর রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা, সিপিডির নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন মাসুম, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ইক্যুইটিবিডির আমিনুল হক, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, কোস্ট ফাউন্ডেশনের মো. আবুল হাসান প্রমুখ।
এ দিকে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আয়োজিত আরেক সংবাদ সম্মেলন থেকে জলবায়ু ন্যায্যতার দাবিতে ঢাকায় সমাবেশের ঘোষণা দেওয়া হয়। আগামী শনি ও রোববার (৭ ও ৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে দ্বিতীয় জলবায়ু ন্যায্যতা সমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি ও ধরার সদস্য সচিব শরীফ জামিল জানান, দুই দিনের এই সমাবেশের উদ্দেশ্য হলো জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার রক্ষার জন্য পরিবেশগত ন্যায্যতার আন্দোলনকে আরও শক্তিশালী করা।
- বিষয় :
- জলবায়ু